‘ধকড়’ সিনেমার চিত্রায়ণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। শুটিং সেটের কিছু ছবি ও ভিডিও নিজের ফেসবুকে শেয়ারও করেছেন । তাতে অ্যাকশন দৃশ্যে অংশে নিতে দেখা গেছে কঙ্গনাকে।
শুটিংয়ের ছবি শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন, এই দৃশ্যটির জন্য খরচ হয়েছে ২৫ কোটি ভারতীয় রুপি। গত শুক্রবার টুইটারে শেয়ার করা ভিডিও ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি এমন কোনো পরিচালক দেখিনি, যিনি মহড়ার জন্য এত সময় দেন। আগামীকাল রাত থেকে সবচেয়ে বড় অ্যাকশন দৃশ্য শুট করা হবে। তার প্রস্তুতি দেখে আমি হতবাক হয়ে গেছি। আমি অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছি। ২৫ কোটি রুপির বেশি শুধু একটা অ্যাকশন দৃশ্যের জন্যই খরচ করা হচ্ছে।’ স্পাই অ্যাকশন ধাঁচের সিনেমা ‘ধকড়’। রজনীশ রাজি ঘাই পরিচালনা করছেন সিনেমাটি। এতে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। সিনেমার একাধিক অ্যাকশন দৃশ্যে কঙ্গনা নিজেই অংশ নিতে চেয়েছিলেন কিন্তু পরিচালক ঝুঁকি নিতে রাজি হননি। কঙ্গনার মতো শারীরিক গঠনের একজন স্ট্যান্টউইম্যান নিয়ে আসা হয়েছে বুলগেরিয়া থেকে।